ঢাকা অফিস
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পুরো নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।জানা গেছে, আনুষ্ঠানিক এমন কোনো সিদ্ধান্ত না হলেও এনআইডি পরিচালক (অপারেশনস) মো. আব্দুল হালিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন নোট দিচ্ছেন, যার একটি অনুলিপি বাংলানিউজের হাতেও এসেছে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, কেউ ঋণ নিয়ে নাম পরিবর্তন করলে তাকে আর ধরা যায় না। এজন্য পুরো নাম পরিবর্তন করতে হলে কোনো ঋণ আছে কি না, তা জানাতে হবে। এ ছাড়া কোনো অপরাধ করে নাম পরিবর্তন করে চায় অনেকে। সেজন্য এর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নিজ নাম, পিতা ও মাতার নাম পরিবর্তন করার ক্ষেত্রে ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশনের চিন্তাও আমরা করছি।
Leave a Reply