হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে সব সময় নজর রাখছে প্ল্যাটফর্মটি।
অনেক সময় দেখা যায়, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলো, আপনি পড়লেন কিন্তু প্রেরককে জানতে দিতে চান না। এখন সেই উপায়ও এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পড়লে দুটি ব্লু টিক পড়ে যায়। এই ফিচার থেকে প্রেরক বুঝতে পারে যে তার পাঠানো মেসেজ পড়া হয়েছে। এখন যদি কেউ ব্লু টিক ফিচার বন্ধ করে দেন, তাহলে আর প্রেরক বুঝতে পারবেন না, তার মেসেজ পড়া হয়েছে কি না।
অনেকেই গোপনীয়তা বজায় রাখতে চান। মেসেজ আদৌ পড়েছেন কি না, তা জানতে দিতে চান না কাউকেই। তারা ব্লু টিক ফিচার বন্ধ করে রাখেন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে খুব সহজেই এটা করা যায়।
>> প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে যেতে হবে।
>> তারপর সিলেক্ট করতে হবে প্রাইভেসি অপশন।
>> এখানে রিড রিসিপটস অপশন রয়েছে। সেটা খুঁজে বের করতে হবে।
>> রিড রিসিপটস অপশন বন্ধ করে দিলেই চ্যাটে ব্লু টিক পড়াও বন্ধ হয়ে যাবে।
>> ইউজার চাইলে ভবিষ্যতে এই পদ্ধতিতে ফিচারটি আবার চালু করতে পারেন।
তবে ব্লু টিক ফিচার বন্ধ করে দিলে ইউজারও আর ব্লু টিক দেখতে পাবেন না। মানে তিনি মেসেজ পড়েছেন কি না তা যেমন বোঝা যাবে না, তেমনই তার পাঠানো মেসেজ প্রাপক পড়েছেন কি না, তিনিও সেটা আর বুঝতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে এটা করা যায় না। সেখানে সব সদস্যই মেসেজ পড়বে। দুটি ব্লু টিকও পড়বে।
Leave a Reply