ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফের সাকিবকে নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন শান্ত

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি ফিরতে পারেননি আর দেশের ক্রিকেটে।

তারপরও রয়ে গেছেন ঠিকই। সংবাদ সম্মেলনে তাকে প্রায়ই প্রশ্ন করতে দেখা যায়। দেশ ছাড়ার আগেও বাংলাদেশি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল তার ব্যাপারে। এবারও হয়নি তার ব্যতিক্রম।

দেশে থাকতে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অনেকটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। তবে রেহাই পাননি। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। এর আগে সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কে উত্তরে জানায়, ‘জ্বি না। ’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার পেছনে অবশ্য রয়েছে সাকিবের অবদান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এই সিদ্ধান্তের কারণেই এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে বাংলাদেশ।

আসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।