নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে ফুলবাহি বাস খাদে পড়ে ৩ জন আহত হয়েছে। এঘটনায় বাসে রক্ষিত বিপুল পরিমান ফুল নস্ট হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে খুলনা – ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোনালী- লিখন পরিবহনের এই বাসটি মুলত যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে যাত্রী পরিবহনের পাশাপাশি বানিজ্যিক ভাবে রকম ফুল ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এই বাসটি ঢাকা যাওয়ার পথে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় বিপরীত দিক থেকে আশা একটা ট্রাক ধাক্কা দিলে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এবং বাসের ৩ জন
যাত্রী আহত হয়।
তারা হলেন নাজমুল (২৫) রাজিয়া (৪৫) লিটন (৪৫) স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় বাসে রক্ষিত বিপুল পরিমান ফুল নষ্ট হয়ে যায়। এই ফুল গুলো ঢাকার বিভিন্ন স্থানে দোকানের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
Leave a Reply