ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মানিক কুমার দাস

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বালক অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ‌। এর অংশ হিসেবে গত সোম বার বিকাল ৩ ঘটিকায় ফরিদপুর জেলা স্কুল মাঠে, অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার ক্রীড়া অফিসার আল – আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার জনাব বিষ্ণুপদ ঘোষাল, এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।

উক্ত বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব থেকে শতাধিক প্রতিভাবান খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। খুবই আনন্দমুখর পরিবেশে বালক অনূর্ধ্ব ১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রাথমিকভাবে শতাধিক এই খুদে ফুটবলারদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চারটি দল গঠন করা হয় এবং তাদের মধ্য প্রতিযোগিতা দেয়া হয়। প্রতিযোগিতা শেষে ৪০ জনের অধিক প্রতিভাবান ফুটবলারদের তালিকা করা হয়। এবং সেরা ৮ জন প্রতিভাবান খেলোয়াড়ের তালিকা করা হয়। উল্লেখ্য যে এখান থেকে এই প্রতিভাবান খেলোয়াড়েরা বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।