ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মাত্র ১২২ রান করে ওমানকে ৫৭ রানে হারিয়েছে দলটি। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এ ওমানের আল আমেরাতে এই রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে পূর্ণ ৫০ ওভারের কোনো ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে জয়ের রেকর্ড ছিল ভারতের। ১৯৮৫ সালে আরব আমিরাতের শারজায় রথমেন্স ফোর-ন্যাশনস কাপে পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করে ৩৮ রানে জিতেছিল তারা।
ম্যাচের পতন হওয়া ১৯টি উইকেটও ওয়ানডেতে স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড করেছে। এর আগে ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডেতে স্পিনাররা ১৯ উইকেট নিয়েছিলেন।
গতকাল যুক্তরাষ্ট্রের নোস্থুশ কেনজিগ ক্যারিয়ারসেরা ১১ রানে ৫ উইকেট শিকার করেন, ফলে ওমান ২৫.৩ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়।
যুক্তরাষ্ট্র ও ওমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট রান হয় মাত্র ১৮৭। উভয় দলই অলআউট হয়েছে, এমন ওয়ানডেতে যা ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৪ সালে ভারত-বাংলাদেশ ম্যাচে মাত্র ১৬৩ রান হয়েছিল।
আল আমেরাতে এই টুর্নামেন্টে স্পিনারদের আধিপত্য ও কম রান করা ছিল নিয়মিত ঘটনা। বিশেষ করে স্বাগতিক ওমানের ম্যাচগুলোতে। ওমানের প্রথম ইনিংসে ব্যাট করা ৮টি ম্যাচেই অলআউট হয়েছে ১৭০ রানের কমে, অন্যদিকে বাকি চারটি ম্যাচে স্কোর ছিল ২৪০-এর বেশি।
Leave a Reply