ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারী হাসপাতালের বাথরুমে মিললো নবজাতক

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নবজাতকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে কোনো মা বাথরুমের নবজাতককে ফেলে পালিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক পুরুষ হাসপাতালের জরুরি বিভাগে এসে এক নারীকে অসুস্থ দেখিয়ে চিকিৎসা নেন। জরুরি বিভাগের এন্ট্রি খাতায় তাদের নাম লেখা হয় রূপসী ও স্বামী আজিজুর। ঠিকানা দেওয়া হয় পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রাম।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালের ওয়াশরুমে যান ওই নারী- পুরুষ। সেখান থেকে বের হয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্লিনার বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখেন ৬-৭ মাসের এক নবজাতক ফ্লোরে পড়ে আছে এবং সে জীবিত। বাচ্চাটি দেখে পরিচ্ছন্নকর্মী চিৎকার করে ওঠেন, তার চিৎকারে অন্যরা এগিয়ে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পর মৃত্যু হয় তার।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে বাচ্চাটি মারা যায়। কে বা কারা এমন কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কাজ চলছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নবজাতককে ফেলে যাওয়ার মতো কাজ যারা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।