রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ১৬৮ জন সংবাদটি পড়েছেন
oppo_0
নিজস্ব প্রতিবেদন
ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে ‌ আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ‌ ফরিদপুর প্রেসক্লাব ‌ এর সামনে মানববন্ধন ‌ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী পরিষদম্যাট শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক ‌ দাবি বিপক্ষে গিয়ে ‌ বেশ কিছু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ‌ উস্কানি মূলক এবং অযৌক্তিক কথা বার্তার বিরুদ্ধে এ  মানববন্ধন ‌ও প্রতিবাদ কর্মসূচি  অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ‌ প্রথম বর্ষের শিক্ষার্থী ‌মোঃ সজিব শেখ ‌ও শিক্ষার্থী মোঃ একরাম  হোসেন। ‌ প্রতিবাদ সমাবেশে ‌বক্তারা তাদের অধিকার তুলে ধরে ‌ বক্তব্য রাখেন ‌ বক্তারা বলেন দিনের পর দিন  শিক্ষাদানের পর ‌ আমাদের নিয়োগ দেয়া হচ্ছে না কেন।তারা প্রশ্ন করেন  আমাদের সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে।তারা বলেন চাকরি পাওয়া ‌ আমাদের ‌ অধিকার । অথচ আমরা  ষড়যন্ত্রের শিকার।এভাবে চলতে দেয়া হয় না একটা সমাধান করতে হবে। আমাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে । আমাদেরকে মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমাদের চাকরির ব্যবস্থা করেন ‌।
২০০৮ সালের পর ‌ আমাদের কোন নিয়োগ দেয়া হচ্ছে না। বক্তারা বলেন ‌আমাদের আপনাদের প্রতিপক্ষ ভাববেন না ‌ আপনাদের সহযোগীতা মনে করেন। অবিলম্বে শূন্যপদ গুলোতে ‌ আমাদের নিয়োগ দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ করে দিন। যতদিন না এ সমস্যা মিটবে ‌ ততদিন আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ‌। এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ  শেষে ম্যাটস কার্যালয়ের ‌ সামনে গিয়ে ‌ শেষ হয়। কর্মসূচিতে ‌ ম্যাটসের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION