শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সনদ যাচাই সহজ-দ্রুত-নিরাপদ হবে

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৩২ পিএম
  • ১৫৮ জন সংবাদটি পড়েছেন

বিদেশগামী শিক্ষার্থীদের সনদ সত্যায়ন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করা হয়েছে। এখন থেকে মাইগভ প্ল্যাটফর্মে সনদ সত্যায়নের আবেদনে ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ‘একপে’ ব্যবহার করে ইউজিসির অধীন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সেবার ফি দিতে পারবে।

এটুআই-এর প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ড. শাহ্ মোহাম্মদ তানভির মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ইউজিসিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মুহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান ইউজিসির

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সনদ সত্যায়নের ফি এখন থেকে একপে গেটওয়ের মাধ্যমে জমা দিতে পারবে। অনলাইনে সনদ সত্যায়নের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়কে অনলাইন সনদ সত্যায়নের অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা খুবই কঠিন ছিল। এ প্রক্রিয়া সহজ করার জন্য তিনি ইউজিসিকে ধন্যবাদ জানান। দেশের বাইরের দূতাবাসেও অনলাইন সনদ সত্যায়নের উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সমঝোতার আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় এপোস্টিল সিস্টেম বাস্তবায়নে প্রয়োজনীয় বিধি/গাইডলাইন/নীতিমালা তৈরি করবে। সব পক্ষের সঙ্গে সমন্বয় করবে। ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে এটি বাস্তবায়নে নির্দেশনা জারি করবে।

সত্যায়ন ব্যবস্থাপনার চার্জ পরিশোধে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অবহিত করতে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। একপে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা সিস্টেমের প্রয়োজনীয় এক্সেস সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহকে সরবরাহ করবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION