ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুবি শিক্ষার্থী অর্ণব হত্যার আসামি ১ দিনে রিমান্ডে

Doinik Kumar
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার আসামি সাইফুল গাজীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে মহানগরীর সোনাডাঙ্গা বয়রা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এ হত্যা মামলায় তার যোগাযোগ রয়েছে জেনে তাকে বয়রা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তিনি হত্যাকাণ্ডের সময়ে মোটরসাইকেলের বহরে ছিল। সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের দিন তারা ১৫/২০ জন সদস্য ছিল। হত্যার পর তারা নগরীর শিববাড়ি মোড়ের দিকে চলে যায়। এরপর তারা বিভিন্ন দিকে চলে যায়। গ্রেপ্তার হওয়া সাইফুল গাজী রোহন পলাশের অনুসারী। আগে গ্রেপ্তার হওয়া রমজানের স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল হত্যাকাণ্ড সম্পর্কে আদালতে মুখ খুললেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি মনে করেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অস্ত্রধারীরা গুলি ও কুপিয়ে হত্যা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।