ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চীন যাচ্ছেন মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল

Doinik Kumar
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও যুগপৎ আন্দোলনের শরিকরা রয়েছেন। চলতি মাসের শেষ দিকে প্রতিনিধিদলটির চীন যাওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চীন সফরের লক্ষ্যে ঢাকাস্থ দেশটির দূতাবাসের প্রয়োজন অনুসারে নেতাদের নাম উল্লে­খ করে ভিন্ন দুটি তালিকা জমা দেওয়া হয়েছে। উভয় তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই রয়েছে বলেও জানা গেছে।

বিএনপিসহ সমমনা দলগুলোর অন্তত ৪ জন নেতা জানান, চীন সফরের বিষয়ে বিএনপি থেকে তাদেরকে অবহিত করা হয়েছে। তবে তাদেরকে দিনক্ষণ সুনির্দিষ্ট করা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের মধ্যে রয়েছেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সৈয়দ এহসানুল হুদার নাম রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।