নিজস্ব প্রতিবেদক
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও যুগপৎ আন্দোলনের শরিকরা রয়েছেন। চলতি মাসের শেষ দিকে প্রতিনিধিদলটির চীন যাওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপিসহ সমমনা দলগুলোর অন্তত ৪ জন নেতা জানান, চীন সফরের বিষয়ে বিএনপি থেকে তাদেরকে অবহিত করা হয়েছে। তবে তাদেরকে দিনক্ষণ সুনির্দিষ্ট করা হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
