ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ৮ গরু চোর গ্রেপ্তার

Doinik Kumar
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মো. জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোসপুর ইউনিয়ন শেলাহাটি গ্রামে চুরির সময় ৮ গরু চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃতরা হলো উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ফরিদ শেখের ছেলে আরিফ শেখ , একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে রিয়াজ মোল্যা, উজির মোল্যার ছেলে আল আমিন ও রোকমান মোল্যা, রাজু মোল্যার ছেলে আকাশ মোল্যা।
এ ছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে সাদ্দাম শেখ। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান মিয়া। এবং ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ভ্যান চালক আলতু খা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামের লোকমান শেখের ছেলে মুরাদ শেখের বাড়ি থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে ২ টি গরু চুরি করে বের হচ্ছিল সংঘবদ্ধ চোর দল। এসময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে শেকল ও তালা কাটা সরঞ্জাম, কাতানী ও শাবল উদ্ধার করা হয়। আটককৃত চোরদের গণধোলাই দিয়ে সকালে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

আটককৃত চোরদের প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকাল ৪ টার দিকে গৃহস্থ মুরাদ শেখের দায়েরকৃত গরু চুরির মামলা ৩৫৭, ৩৮০, ৪১১ ধারায় আটক দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ বিচারক আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গেলাম রসুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।