রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী পালিত 

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৯.৪৫ এএম
  • ১৮৫ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
ছাত্রসমাজ ও এলাকাবাসীর ব্যানারে  মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার ধুলদী পাওয়ার প্লান্টের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে প্রধান ফটকের সামনে বসে পড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
ফরিদপুরে তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী অজিতাভ মজুমদার ও ম্যানেজার শ্যামল কুমার দাস নানা অনিয়ম-দুর্ণীতির অভিযোগ করে বিদ্যুৎ প্লান্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালিত হয়।
বিক্ষোভকারীরা ফরিদপুর ৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও ম্যানেজার বিরুদ্ধে টেন্ডারবাজীসহ নানা অভিযোগ করে অপসারণের দাবি জানায়। দালাল হটাও, দেশ বাচাও, দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড় এই স্লোগানে প্রতিবাদ জানায় তারা।
৪৮ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয়রা।
এসময় বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জান্নাত শেখ, মারুফ শেখ, ফিরোজ শেখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রটিতে নির্বাহী প্রকৌশলী অজিতাভ মজুমদার স্ব পদে ১৪ বছর থেকে নানা অনিয়ম দুর্ণীতি করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন কাজের টেন্ডারে দুর্ণীতি ও স্বজনপ্রিতি করার অভিযোগ করা হয়। এছাড়া তার অধিনস্থ কর্র্মকর্তারা ভূয়া ভাউচার, অবৈধ উপায়ে লুকিয়ে তেল বিক্রির করার কথাও বলে তারা। এই কেন্দ্রটি থেকে গত ১৪ বছর বিদ্যুৎ উৎপাদনে রেলপথে আসা তেলবাহী ট্রেন থেকে তেল চুরি করে বিক্রি করে সরকারের ক্ষতি করে আসছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্য তেল লোকালয় ফেলে দেওয়ায় আশে পাশের পরিবেশ চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বর্ষার দিনে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বসতবাড়ি, রাস্তা-ঘাট ও পুকুরে বর্জ তেল ভেসে আসায় ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয় ।
ইয়োলো লাইটস স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট , বিপিডিবি, ফরিদপুর গত বছর ৭ নভেম্বর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি একটি টেন্ডার আহবান করে। উক্ত টেন্ডারে ৬টি দরদাতার মধ্যে সর্বনিম্ন দরদাতা হওয়া স্বত্তের তাকে বাদ দিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্য একটি প্রতিষ্ঠানকে কাজ দেন। এছাড়াও গত ১৪ বছরে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরদের কে বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ করেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রটির অভিযুক্ত কর্মকর্তাদের  বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সরাসরি ও ফোনে একাধিক বার যোগাযোগ করলেও কোন সারা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION