নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদপুরের সালথায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলায় আটটি ইউনিয়ন অংশগ্রহণ করে। ফাইনালে যদুনন্দী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ।
এ খেলায় সাধারণ দর্শক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ন কবিরসহ আরও অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
