মো. জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বোয়ালমারী উপজেলা প্রশাসন ও ক্রিয়া সংস্থার উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানার আপ হয়েছে। বোয়ালমারী পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, গুণবহা ইউপি চেয়ারম্যান এডঃ সিরাজুল ইসলাম,চতুল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (রফিক) সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক,এডঃ কোরবান আলী, মধুর কন্ঠে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন। বোয়ালমারী থানার সাব-ইন্সপেক্টর মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া প্রেমী দর্শকের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো ।
Leave a Reply