নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫খ্রিঃ শনিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান। বার্ষিক ক্রীড়ায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। এতে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী ও থানা অফিসার ইনচার্জ রোজি উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগীতাটি সার্বিক ব্যবস্থাপনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার। এতে ধারাভাষ্য দেন শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
জানা যায়, এ বছর বার্ষিক ক্রীড়ায় ১১টি পর্বে মোট ৪১টি ইভেন্টের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়। ছাত্রছাত্রীর মধ্যে এসব ক্রীড়া ইভেন্টগুলোর পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক মোঃ লোকমান হোসেন, মোঃ হাসানুজ্জামান, মোঃ নাসির উদ্দিন, মাওঃ এনামুল কবির, শাহনাজ আক্তার , মমতাজ বেগম, আখি বিশ্বাস, জাকিয়া সুলতানা, হোসেন মাহমুদ সিদ্দিকী, মোতালেব মিয়া ও কাজী হায়দার হোসেন প্রমূখ। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় বিজয়ী ছাত্রছাত্রীর মাঝে পুরুস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply