নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে বারোটায়  ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয় ।  ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভাপতিত্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন  ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইয়াছিন মোল্যা,  জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আশরাফুজ্জামান দুলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন৷
এ সময় বক্তারা বলেন  আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কিভাবে সঠিকভাবে  সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় । এক্ষেত্রে এ কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দায়িত্বশীল ভূমিকা নেবার আহ্বান জানানো  হয়।
এজন্য বক্তারা  সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন৷ প্রত্যেকে যেন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেন। তাই এবারের হালনাগাদ কার্যক্রম যাতে ত্রুটিমুক্ত হয় এজন্য সংশ্লিষ্ট সবাই যাতে জনসাধারণকে বুঝাতে সক্ষম হয় যে এসব তথ্য দিয়েই স্মার্টকার্ড বিতরণ করা হবে। তাই নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করতে সজাগ হয়ে কাজ করার আহ্বান জানান। তাছাড়া  এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ০১-০১-২০০৮ তারিখ বা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হবে৷
আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পুর্নাঙ্গ তালিকা প্রকাশিত হবে৷  ভোটার হালনাগাদ কর্মসূচি -২০২৫ এর বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করা হবে বলে  আলোচনা সভায়  জানানো হয় ।
                             
                                                     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                              
                                                
                        
                        